মুজিব শতবর্ষ উপলক্ষে “মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত হবে মানবাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন কতৃক আয়োজিত এই প্রতিযোগিতায় মেহেরপুর থেকে মোট ৪৮০ জন প্রতিযোগী অংশ নেয়। এতে একশ জন বিজয়ীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এর মধ্যে মেহেরপুর থেকে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ম শ্রেনীর ছাত্রী নাজমিন আক্তার সেরা সম্মাননা পুরুষ্কার লাভ করেন।
মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এর কাছ থেকে সম্মাননা পুরুষ্কার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম,ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলাম ।
মেপ্র/এমএফআর