বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে হেমায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয় গাংনী উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে মাইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে পলাশীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজআমান খোকন।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান শিপু প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টূর্ণামেন্ট-২০২২ এর এবারের আসরের ম্যান অফ দ্যা নির্বাচিত হয়েছেন বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তানজিম হোসেন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপের ম্যান অফ দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হয়েছে পলাশীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় ইসমোতার খাতুন।
ফাইনাল খেলায় বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। খেলায় উপস্থাপনায় ছিলেন গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।