মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা’ শীর্ষক সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামিকাল ৩০ আগস্ট সন্ধ্যায় মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা’ এ অনুষ্ঠানের উদ্বোধন হবে।
শুক্রবার সকালে জুম কনফারেন্সের মাধ্যমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, একুশে টিভি প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ। অবহিতকরণ সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।
মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা শীর্ষক প্রোগ্রামটি বাস্তবায়নের লক্ষ্যে একটি রুপরেখা তুলে ধরেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
তিনি উপস্থাপনায় বলেন, শতঘন্টা মুজিবচর্চার উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩০ আগস্ট সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা করবেন।
৩সেপ্টেম্বর কথা সাহিত্যিক আনিসুল হক, ৫ সেপ্টেম্বর মেহেরপুরের সাবেক মহকুমা প্রশাসক ড. তৌফিক এলাহি চৌধুরী বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবেন।
এভাবে দেশ বরণ্য বিভিণ্ন রাজনৈতিক, সাংবাদিক, সাহিত্যিক যারা বঙ্গবন্ধুকে জানেন তাদের নিয়ে মূলত এ প্রোগ্রামটি করার পরিকল্পনা করা হয়েছে। প্রতি প্রোগ্রামে সাংবাদিকসহ সংশ্লিষ্টদের জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে রাখা হবে।