ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এ স্লোগানকে সামনে রেখে ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মকতা কর্মচারীদের র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সর্বস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও জনসাধারন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহন করে। এসময় র্যালী অংশগ্রহনকারী আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলি বলেন, যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়। ভাস্কর্য ভাংচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার গনদাবীকে সমর্থন জানাচ্ছি আমরা।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মর্তা সোহেল রানা, মহিলা তথ্য আপা স্নিগ্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সাহেলা শারমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সারোয়ার মিঠু, কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহি সদস্য শেখ শাফায়েতুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আলাউদ্দিন প্রমূখ।
এছাড়া আলমডাঙ্গার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীগন ও উপস্থিত ছিলেন