বর্ণিল আতশবাজির আলোর ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছিল মেহেরপুরের গোটা শহর। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে আয়োজন করে বর্ণিল আতশবাজি।
মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে মনোমুগ্ধকর আতশবাজি ফোটানো হয়।
আতশবাজি অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস,( শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ বিপুল পরিমান দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। এসময় শহরের হাজার হাজার মানুষ এক সাথে এই বর্ণিল আয়োজনে শরীক হন।