জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, সারা বাংলাদেশ এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। আমরা নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে আমরা এখন উন্নয়ন শীল রাষ্ট্রে পরিণত হয়েছি। সারা বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এ পরিণত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের চারতলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা কাজের জন্য পরিকল্পনা দরকার পরিকল্পনা ছাড়া আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। পরিকল্পনা যদি গলদ থাকে তাহলে কিন্তু আপনি আপনার সন্তানকে তৈরি করতে পারবেন না।
কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল খালেক, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, মেহেরপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মুত্তাকিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম সহ বিভিন্ন নেতাকর্মী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।