মেহেরপুরে বাংলাদেশ ট্যুরিজম মাস্টার প্লান এর উদ্যোগে কর্মশালা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
সিনিয়র আরবান প্লানার রাসেল কবির এর সভাপতিত্বে কর্মশালা বক্তব্য দেন, মেহেরপুর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল হক। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার খা। মেহেরপুর চেম্বার অব কমার্স এর সভাপতি আরিফুল আমান বকুল, মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. পল্লব ভট্টাচার্য, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল আমিন।
কর্মশালায় আগামীর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুরের পর্যটন ক্ষাতকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে আলোচনা করা হয়।