বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট থাকুক শ্লোগানে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির ব্যানারে মানব বন্ধন কর্মসুচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা ।
’৭১ এর মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগ এবং অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন অংশগ্রহনকারীরা । দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার পক্ষে এবং সীমান্তে চীনা বাহিনীর হামলায় ২০ ভারতীয় সেনা হত্যার প্র্রতিবাদও জানান তারা বক্তব্যে।
মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকারের সঞ্চালনায় সম্প্রতি (শনিবার) দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এই মানব বন্ধনে বক্তব্য রাখেন রতন সিংহ,গোলাম নবী দুলাল,সৈকত পাল প্রমুখ ।