বানের জলে স্বপ্নগুলো ভাসে,
দেখলে আহা! দুচোখে জল আসে।
ক্ষুধার জ্বালায় ছোট্ট শিশুও কাঁদে,
জীবন গেছে আঁটকে মরণফাঁদে!
শতশত বোবা প্রাণী জলে গেছে ডুবে
ভেসে গেছে যা ছিল সব উত্তরে বা পুবে!
দুচোখ বেয়ে কান্না আসে শ্রাবণ ধারার মত,
কালও আমার যা ছিল সব আজ হয়েছে গত!
জমিজমা, বাড়ি-গাড়ি কিচ্ছু আমার নাই
এখন শুধু এইটুকু চাই মাথা গোজার ঠাঁই!
একমুঠো সুখ খুঁজি শুধু সব হারিয়ে জলে
আমরা যারা বানভাসি লোক ভাসছি দলেদলে।