পাইনা খুঁজে গন্ধ যে আর
বাবার ঘামের মতো
গন্ধটা যে ভালো লাগে
যতো শুকি ততো।
গন্ধটা যে শেকড় থেকে
নাড়ীর সাথে বাঁধা
জন্মদাতা পিতার গায়ের
গন্ধটা এক ধাঁধা!
এক ফোটা ঘাম এনে দিলে
বাবার শরীর থেকে
হাজার কিলো দূর থেকেও
বুঝতে পারি চেখে।
বাবার দেহের ঝরা ঘামে
গন্ধটা যে পাই
এরচে দামী সুগন্ধি আর
এই ভুবনে নাই।