বার্সেলোনার জার্সিতে জ্বলে উঠতে পারেননি আতোঁয়া গ্রিয়েজমান। লা লিগায় ৩৫ ম্যাচ খেলে মাত্র ৯ গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তার জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমের দাবি, বার্সেলোনায় গিয়ে সুখী নন গ্রিয়েজমান।
সোমবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ বলেছেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি এবং তার সঙ্গে পরে দেখাও হবে। আমি নিশ্চিত সে এই পরিস্থিতিতে সুখী নয়। অন্য ক্লাবে আমার খেলোয়াড়কে ব্যবহারে হস্তক্ষেপ করি না আমি, সেটা বার্সা বা যে ক্লাবই হোক না কেন। আতোঁয়া এখন ডানপাশে খেলছে।’
যে কোনও পরিস্থিতির সঙ্গে গ্রিয়েজমানকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশম, ‘এটা সত্যি যে কোমান তাকে বলেছে যে, তিনি বুঝতে পারেননি যে সে আরও বেশি সেন্ট্রাল পজিশনে খেলতে অভ্যস্ত। কিন্তু আঁতোয়াকে মানিয়ে নিতে হবে। আমার কাছে সে সেন্ট্রালে অনেক বেশি কার্যকরী। ওই পজিশনে থেকে সে মাঝমাঠেও সাহায্য করতে পারে।’
বার্সার নতুন কোচ কোমান এই মৌসুমে লিওনেল মেসি ও আনসু ফাতির সঙ্গে মানিয়ে নিতে গ্রিয়েজামনকে উইংয়ে খেলাচ্ছেন। কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে তার সেরা পজিশনে খেলানো উচিত মনে করেন দেশম, ‘বার্সার ভিন্ন পরিস্থিতি ও পদ্ধতি মাথায় রেখে যেটা সবচেয়ে ভালো হবে আমরা সেটাই করবো। আঁতোয়া কখনও অভিযোগ করে না। কিন্তু তার পূর্ণ সম্ভাবনা তখনই কাজে লাগবে যখন সেরা পজিশনে খেলবে।’