আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের ৯ টি ওয়ার্ডের ৫ হাজার গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউলের কার্ড প্রদান করা হচ্ছে। এসমস্ত কার্ড বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
বিগত কিছুদিন থেকেই ভিজিএফ এর চাউলের কার্ড বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার ৫ ও ৬ নং ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবার বেছে বেছে পৌর মেয়র মাহফুজুর রহমান নিজ হাতে এ সকল কার্ড বিতরণ করছেন।
এসময় মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে সব ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন।
পৌরসভার গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা চালের ভিজিএফ কার্ড নেওয়ার মানুষ পৌরসভা কার্যালয়ে এসে ধরনা দিচ্ছেন। গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ এসব ভিজিএফ কার্ড জনপ্রতিনিধি ছাড়াও দলীয় লোকজনের কাছের লোকদের মাঝে বিতরণ করা হয় এমন অভিযোগ অনেকেই দেয়। এই জন্য আমি নিজে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে এ কার্ড তুলে দিচ্ছি।
এসময় সেখানে, প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর মির জাহাঙ্গীর, আব্দুল্লাহ হেল বাপ্পি, মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আগে পৌর এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডে ভিজিএফ এর চাউলের কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।