বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজ ছাত্রলীগ মতবিনিময় সভা করেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা ডাক বাংলা চত্বরে। আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ছাত্র লীগ নেতা শেখ হাফিজুর শামসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ হাতেম আলী, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্র লীগের যুগ্ন আহ্বায়ক কাজল আহম্মেদ,দামুড়হুদা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, হাউলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদ বিশ্বাস অনিক, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক নেতা আনারুল ইসলাম, ছাত্রলীগ নেতা সবুজ, সাকিব, আরেফিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল ওদুদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক এমএ করিম।