সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর কর্তৃক বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ২১ হজার ৮শ টাকা ও ৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম নিজ কার্যালয়ে বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ২১ হজার ৮শ টাকা ও ৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে হস্তান্তর করেন।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইন্সপেক্টর মেজবাউর রহমান সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে টাকাসহ মোবাইল গুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।