বাংলা মাকে মুক্ত করতে
দামাল ছেলের দল
যুদ্ধে নেমেছিল তারা
বুকে নিয়ে বল।
জীবন বাজি রেখে তারা
যুদ্ধ করে যায়
তাদের সাহস দেখে ঘাতক
ভীষণ যে ভয় পায়।
নারী-পুরুষ সব মানুষের
একটাই ছিলো গান
মুক্ত করে ছাড়বো এদেশ
যায় যদি যাক প্রাণ।
ন’য়টি মাসের যুদ্ধশেষে
ছাড়লো ঘাতক দেশ
বিজয় নিশান হাতে নিয়ে
হাসলো সবাই বেশ।