সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকারী কোচ নিক পোথাস। টাইগারদের সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার বাংলাদেশের এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছেন তিনি। কোচ হওয়ার পর বৃহস্পতিবার (১ জুন) প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন পোথাস।
বাংলাদেশ দলের কোচ হওয়ার কারণ জানিয়ে পোথাস বলেন, ‘এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।’
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ সম্পর্কে তিনি আরও বলেন, ‘সব দেশই বিশ্বকাপের জন্য খেলবে, আমার মনে হয় না আমরা ব্যতিক্রম। এই দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, খেলোয়াড়রা সবাই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। আমরা বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। কে জানে বিশ্বকাপে আপনাকে কি দেয়?’
বিশ্বকাপকে ঘিরে নিজেদের পরিকল্পনা সম্পর্কে টাইগারদের সহকারী কোচ বলেন, ‘যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে আমরা ভাবছি না। যতখানি সম্ভব আমরা প্রস্তুতি নিতে চাই। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করব। নিজেদের সেরাটা দিব। যেকোনো খেলার বিশ্বকাপে আপনি এসবই করতে পারেন। আমরা যদি নিজেদের নিয়ে ভাবি তাহলে সব ঠিকঠাক হবে।’
সূত্র: ইত্তেফাক