ঝিনাইদহ সদর বিষয়খালী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১০টার সময় এই অভিযান চালানো হয় ।
এসময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্যে, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন বিহীন রং ব্যবহার করে অনিরাপদ ও মানসম্পন্ন নয় এরুপ খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে জরিমানা আদায় করেন ।
ঝিনাইদহ জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় বিশ্বাস স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও পণ্য ক্রয়ের রশিদ না থাকার কারণে এক হাজার টাকা জরিমানা করেন।
গোতম স্টোরের মালিক নারায়ন চন্দ্র বিশ্বাস কে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য পাঁচশত টাকা জরিমানা এবং ঘোষ সুইট এর স্বত্বাধিকারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পরিচালক মোহাম্মদ জিয়াউল হক সাধারন জনগণের উদ্দেশ্যে বলেন, কোন পণ্য ক্রয়ের পূর্বে অবশ্যই মেয়াদ আছে কি না দেখে ক্রয় করতে হবে, সয়াবিন তেলের নির্ধারিত মূল্য থেকে যদি বেশি নেয় তা হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে।