বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন হলে অবস্থান করা অবৈধ, অনিয়মিত শিক্ষার্থীদের রুম সিলগালা করা শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) মিজানুর রহমানের নেতৃত্বে এ কাজ শুরু হয়।
গতকাল প্রথম দিন বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামিউস সানির আহসানউল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষ এবং শেরে বাংলা হলে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ৩০১২ নম্বর কক্ষ সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন হলে ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে পরিচিত কয়েকটি কক্ষও সিলগালা করা হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আবরার ফাহাদের হত্যার পর দাবির মুখে বুয়েটে ছাত্র ও শিক্ষকদের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করেন।
ডিএসডব্লিউ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, এই অভিযান চলবে। হল প্রভোস্টরা হলগুলোতে অভিযান চালাবেন।
নিজস্ব প্রতিনিধি: