লা লিগায় ম্যাচে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম। ম্যাচের ৩৮ মিনিটে রেফারি মুনুয়েরা মন্তেরোর সঙ্গে কথা বলতে দেখা যায় এই রিয়াল তারকাকে। এরপরই ইংলিশ মিডফিল্ডারকে সরাসরি লাল কার্ড দেখান স্প্যানিশ রেফারি।
তবে বেলিংহামের দাবি, রেফারিকে এমন কিছু বলেননি, যাতে লাল কার্ড দেখানো যায়। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, খেলা শেষে রেফারি যে প্রতিবেদন দিয়ে থাকেন, সেখানে লেখা হয়েছে ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে।
তবে তা অস্বীকার করেছেন বেলিংহাম। ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার+কে ইংলিশ মিডফিল্ডার বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।
রেফারি বুঝতে ভুল করেছেন উল্লেখ করে বেলিংহাম বলেন, ‘আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল–বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তাকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।’
ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তিও রেফারি বুঝতে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ম্যাচটা আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর বেলিংহামের লাল কার্ডটা…তিনি ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারেননি। তাকে “ফাক অফ” বলা হয়েছে, “ফাক ইউ” নয়। এখানেই ভুলটা করেছেন। “ফাক অফ” মানে তো আমাকে অবজ্ঞা কোরো না। এটা আক্রমণাত্মক কিছু নয়।’
বেলিংহাম যখন লাল কার্ড দেখেন, রিয়াল তখন ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু পরে ১০ জনের দল নিয়ে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোরা। ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে লা লিগা পয়েন্ট খুইয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সূত্র: ইত্তেফাক