তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এম রাশিদুল হাসান। পাশাপাশি জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল।
সম্প্রতি সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহসভাপতির (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে দুইটি পদ শূন্য হয়।
গত বুধবার বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যদের মধ্যে থেকে জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে এবং পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে এবং পরিচালক এম আসিফ রহমানকে সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ জাঞ্জ্যারির মধ্যে এবং আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাহী পরিষদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বেসিস। সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিসের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে সবরকম সহযোগিতা দিতে সদস্য এবং অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস নেতারা।
সূত্র: কালবেলা