শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ না পাওয়ায় টিম ম্যানেজমেন্টকে নিয়ে কটাক্ষ করায় রুমানা আহমেদকে মৌখিকভাবে সতর্ক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির টিম নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, বিশ্রাম না দিয়ে দল থেকে বাদ দেয়া হয়েছে বলে টিম ম্যানেজমেন্টের কটাক্ষ করেছেন রুমানা।
রুমানার পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন সালমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার ও দিলারা আক্তার। বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের বলেন, ‘ব্যাখ্যার জন্য আমরা তাকে ডাকবো। এই প্রথম এমন মন্তব্য করলেন তিনি। এজন্য এবার আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করবো।’
তিনি আরও বলেন, ‘এটি তার মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে অপ্রত্যাশিত। আমরা যদি কোন পদক্ষেপ না নেই, ভবিষ্যতে তার এমন কথায় অনেকেই অনুপ্রাণিত হতে পারে। এজন্য তাকে সতর্ক করা দরকার ও আমরা সব ক্রিকেটারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।’
২০১১ সালে অভিষেকের পর এই প্রথম দল থেকে বাদ দেওয়া হয় রুমানাকে। দল থেকে বাদ পড়ার পর বিসিবিকে কটাক্ষ করে রুমানা বলেছিলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা এখানে যথাযথ সম্মান পান না, এমনটা অনেক দিন ধরেই হয়ে আসছে। বাংলাদেশে এটা খুবই সাধারণ বিষয়। আমি মনে করি, আমাদের দেশে সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর জায়গায় আমরা পিছিয়ে আছি। অন্যান্য দেশে ক্রিকেটারদের তাদের অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করা হয় এবং তাদের ফিটনেস নিয়ে খুব বেশি কথা বলা হয় না।’
সূত্র: ইত্তেফাক