৯ম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড এর টেলিভিশন নিউজ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল 24 এর মেহেরপুরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও কুষ্টিয়ার ক্যামেরাপারসন এস আই সুমন।
আজ সকাল সাড়ে ১১ টার দিকে ডেইলিস্টার ভবনে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই অ্যায়ার্ড তুলে দেওয়া হয়। অ
ভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া এই অ্যাওয়ার্ডের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এইস ই মাইকেল মিলার, বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাকের প্রধান নির্বাহী অসিফ সালেহ।
অবৈধপথে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি হচ্ছে বাংলাদেশী যুবক। বাংলাদেশ ও লিবিয়ান কিছু নাগরিক একটি মাফিয়া চক্র তৈরি করেছেন। তাদেরকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে ভিডিও ধারন করা হয়। সেই ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে লাখ লাখ টাকা আদাঁয় করে চক্রটি। আর এই টাকা লেনদেন হয় দেশের বিভিন্ন জায়গার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। চক্রটি কাজ করছে সারাদেশ।
এ নিয়ে রাশেদুজ্জামানের দুই পর্বের ধারাহিক রিপোর্ট প্রচার করে চ্যানেল ২৪। ক্যামেরায় ছিলেন কুষ্টিয়ার ক্যামেরা পার্সন এস.আই সুমন।অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো। অভিবাসন খাতে অবদান রাখাই দেশের ১৫ জন সাংবাদিককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এদিকে, অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডের পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশ। তালাশ টিমের অনুসন্ধানী প্রতিবেদক নাজমুল সাঈদ ও ভিডিও গ্রাফার কাজী মোহাম্মদ ইসমাইলকে প্রোগ্রাম ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার ও ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ।