ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে এখনও বাকি মাস দুয়েক মতো। এরই মধ্যে বড় চমক রেখেই বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে অজিরা।১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছে এখন জাতীয় দলের জার্সি গায়ে না চাপানো ক্রিকেটারও।
তবে অস্ট্রেলিয়ার ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মার্নাস ল্যাবুশানের না থাকা। সাম্প্রতিক সময়ে ফর্ম খুব একটা ভালো না থাকাতেই ল্যাবুশানেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ুয়ার নির্বাচক প্যানেল।
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরেও এই ১৮ সদস্যের স্কোয়াডই খেলবে অজিদের হয়ে। এই দুই সিরিজের পর বিশ্বকাপের আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দেবে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছে এখন অজিদের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার তানভীর সাঙ্গা ও অ্যারন হার্ডি। বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন তানভীর আর অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্ডি।
অস্ট্রেলিয়ার ঘোষিত ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড: প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোয়নিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, তানভীর সাঙ্গা,।
সূত্র: ইত্তেফাক