যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রচারণায় বেশ বিপদে রয়েছে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ে। বিগত বছর এই প্রতিষ্ঠানের জন্য ছিলো দারুণ অশুভ। কিন্তু নতুন বছর শুরুর আগেই ভাল বার্তা পায় প্রতিষ্ঠানটি। ভারতে হুয়াওয়ের ৫জি চালুতে সবুজ সংকেত প্রদান করেছেন দেশটির প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী রবি শংকর।
দিল্লির এক অনুষ্ঠানে রবি শংকর জানান, ‘ট্রায়েল ভিত্তিতে ৫জি চালুর জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা।
এদিকে হুয়াওয়ের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, চীনের এই প্রতিষ্ঠানের সহায়তা গোপন তথ্য চুরি করবে বেইজিং। আর সে কারণেই হুয়াওয়ের সঙ্গে নিজ বন্ধু রাষ্ট্রদের সম্পর্ক না রাখার জন্যও উৎসাহিত করছে দেশটি।
এদিকে ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভারতে নিযুক্ত হুয়াওয়ের সিইও বলেন, আমাদের উপর নিয়মিত আস্থা রাখার জন্য ভারতকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তার মান সম্পন্ন ব্যবহার নিশ্চিতের মাধ্যমে ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে আমরা যুক্ত হতে পারব।