পাঞ্জাবের লোকগানের জনপ্রিয় শিল্পী সুরিন্দর শিণ্ডার মারা গেছেন। বুধবার (২৬ জুলাই) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, সুরিন্দর শিণ্ডারের মৃত্যুতে শোকস্তব্ধ পাঞ্জাবের সঙ্গীত জগত। খ্যাতিমান এ শিল্পীর মৃত্যুতে ভক্ত বা সহকর্মীরা শোকার্ত হয়ে পড়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-ও শোকবার্তা জানিয়েছেন। ছেলে মহিন্দর শিণ্ডা ছাড়াও মৃত্যুকালে সুরিন্দর অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ ছেলেও একজন সঙ্গীতশিল্পী।
পাঞ্জাবি সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। তিনি অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে গিয়েছেন। তাছাড়া বেশ কিছু সিনেমায় অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে। তাকে ‘ভয়েস অব পাঞ্জাব’ বলা হতো।
শ্রোতাপ্রিয় এ গায়কের মৃত্যুর খবর পেয়েই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করেছেন, প্রখ্যাত সংগীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পাঞ্জাব।
শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের মতে, পাঞ্জাবের সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান বলে শেষ করার নয়। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। অভিনেতা-গায়ক হরভজন মানের কথায়, সঙ্গীতশিল্পীর মৃত্যু যেন ‘পাঞ্জাবের লোকগানের স্বর্ণযুগের অবসান।’