তোমার রুপের ছটায় মরা বৃক্ষও ফুল ফোঁটায়,
শুভ্র বদনের আলতো স্পর্শে প্রকৃতি যেন নব যৌবন ফিরে পায়।
ধরার বুকে আকাশ ভেঙে নেমে পড়ে জোৎস্না ভরা রাত,
সবুজের বুকে হাসে এক ফালি রুপালি চাঁদ।
মায়াময় অবয়ব নীল হিমাদ্রীর আখিঁ তোমার-
অন্তরাত্না প্রেমে ভরা নীলাচল নিখাঁদ।
ঈশান কোণে মেঘবালিকারা জড়ো হয়-
গল্পেরা এসে মনের উঠানে চাঁদের জোৎস্না পেতে ভাব জমায়।
বিতৃষ্ণা বসে তৃষ্ণা মেটায় নরকের ছায়ায়।
নীলকন্ঠি তুমি নীল বিষ তোমার কাছে অমৃত সুধার মত সুপেয়।
সন্ধ্যা-তাঁরা সেই কবে থেকে অপেক্ষায় একটু দেখবে বলে তোমায়।
তোমার হাসির বৃষ্টি শত মনের আঙিনা ভেজায়।
আর সে বৃষ্টি ডেকে বলে আমায় ভিজবে কি তুমি!…
আসো ভেজায়-ভালবাসার নীরব মায়ায়।