দামুড়হুদার হেমায়েতপুর-বেড়বাড়ি গ্রামের ভৈরব নদীতে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার উৎসবে মেতে উঠেছে ঐ এলাকার চিহিৃত ভূমি দস্যুরা।
এলাকাবাসির অভিযোগে জানা যায়, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের ভৈরব নদীর পাড় কেটে ঐ এলাকার দুই জন ভূমি দস্যু বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি এই মাটি কেটে বহনকারী ট্রাক্টর গুলো গ্রামের বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়ায়।
যার ফলে গ্রামের ছোট, বড় ও বয়বৃদ্ধরা অনেকটা নিরাপত্তাহীনতায় রাস্তায় চলাফেরা করছে। সেই সাথে ঐ গামের বিভিন্ন সড়ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে। অবৈধ ভাবে ভৈরব নদীর পাড়ের মাটি কেটে বিক্রিকারী ভূমি দস্যুরা হলো নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের তুহিন ও বেড়বাড়ি গ্রামের ছমিরুল।
হেমায়েতপুর বেড়বাড়ি গ্রামের সচেতন মহল দামুড়হুদা উপজেলা প্রশাসনের দৃষ্টি অকর্ষণ করে মাটি কাটা বন্ধে ও চিহ্নিত ভূমি দস্যুদেও শাস্তির দাবী করেছে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ জানান, অবৈধ উপায়ে মাটি কেটে বিক্রিকারী যেই হোক না কেনো তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।