ভোলায় পুলিশে গুলিতে নিহত স্বেচ্চাসেবক দলের নেতা আব্দুর রহিম ও অর্ধশতাধিক নেতা কর্মী আহত হওয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বড় বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর খান ছাতু। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি।
জেলা যুবদলের অন্যতম সদস্য মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন,জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, বিএনপি নেতা মকলেছুর রহমান ছেপু, আব্দুল করিম (মেগা), জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিক্লিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুবদল নেতা ইসমাইল, সদস্য খাইরুল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য,বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন।