করোনাভাইরাস মোকাবেলায় পবিত্র রমজান মাসেও সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সর্বসাধারণের জন্য তারাবিহসহ পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিতি স্থগিত থাকবে।
সোমবার রাতে দেশটির হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আবদুর রহমান আস সুদাইস এ তথ্য জানিয়েছেন।
সৌদি স্বাস্থ্যবিষয়ক যৌথ কমিটির পরামর্শে জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ড. আবদুর রহমান আস সুদাইস জানান, এ সময় তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ সংক্ষিপ্ত আকারে পাঁচ সালামে (১০ রাকাত) আদায় করা হবে।
এ রমজানে হারামাইনে ইতিকাফ ও চিরাচরিত ইফতার প্রোগ্রাম বন্ধ থাকবে। তবে হারামাইনের ইফতার মক্কা ও মদিনা উভয় শহরে বিতরণ করা হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উমরাহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, মক্কা ও মদিনা উভয় শহরেই বর্তমানে ২৪ ঘণ্টার কারফিউ চলমান রয়েছে।
সৌদি আরবের নাগরিক এবং অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন প্রদেশের প্রবেশ মুখে সবাইকে প্রাথমিক করোনা টেস্ট করা হচ্ছে। করোনা প্রতিরোধে সৌদি স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে শ্রমিক ক্যাম্প এবং বাসাবাড়িতে গণহারে করোনা পরীক্ষা করছেন।
স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া এক বিবৃতিতে বলেছেন, এ কারণেই দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যানুযায়ী ২০ এপ্রিল সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১২২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৪ জন। দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।
অন্যদিকে সুস্থ হয়েছেন ৮৮ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ হাজার ৪৯০ জন।
এদের মধ্যে ২৭ শতাংশ সৌদি, ৭৩ শতাংশ অভিবাসী। পুরুষ ৭৭ শতাংশ আর মহিলা ২৩ শতাংশ আক্রান্ত। সূত্র- যুগান্তর