সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর তায়েফ অঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। জাবাল আমাদ পাহাড়ে দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। উঁচুনিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের।
মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর ইউটিউব চ্যানেলে আগুনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। জাবাল আমাদে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তখনই আগুন নিয়ন্ত্রণে অংশ নেন সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। এক টুইট বার্তায় মক্কা কর্তৃপক্ষ জানায়, পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। সেই সাথে আগুন নেভানোর জন্য হেলিকপ্টার থেকে পানি ছিটাতে দেখা গেছে।