গভীর ইচ্ছে মনে আমার
মদিনাতে যেতে
ওগো দয়াল দয়া করো
নবীর দেখা পেতে।
ওই মদিনায় গিয়ে করবো
সবার জন্য দোয়া,
ধন্য হব আমি প্রভু
পাই যদি তাঁর ছোঁয়া।
আমি তোমার নবীর পাগল
সবই তোমার জানা,
তুমি প্রভু আমার জন্য
দাও না একটু পানা।
ওই মদিনা না দেখিয়ে
প্রাণ নিও না প্রভু
প্রাণটা নিলে এ সাধ আমার
মিটবে না আর কভু।