মা দুঃখ নিওনা মনে
তোমার মেয়ে চাকরি পেলে
তোমার দুঃখ যাবে মুছে
ছেড়া শাড়ি ছেড়া স্যান্ডেল
থাকবে না আর পরে
মা দুঃখ নিওনা মনে
অশ্রু ভরা নয়ন তোমার
কাদবেনা আর শ্রাবনে
ক্লান্তময় শরীর তোমার
থাকবে আরাম আয়েসে
মা দুঃখ নিওনা মনে
চৈত্র মাসের উত্তপ্ত রোদে
থাকতে হবেনা খালি পেটে
গামলা ভর্তি গরুর মাংসে
দিন কাটাবে ফাল্গুনে
মা দুঃখ নিওনা মনে
মাঘ মাসের ভরা শীতে
কাটাতে হবেনা পাতলা চাদরে
মোটা শালের চাদর কিনে
তোমায় দিব মুড়ে
মা দুঃখ নিওনা মনে
খালা ফুপু সবার থেকে
আনতে হবেনা আর টাকা ধারে
মাস শেষে বেতন নিয়ে
তোমার হাতে দিব তুলে
মা দুঃখ নিওনা মনে
সব কষ্ট পিছনে ফেলে
থাকবো আমারা অনেক সুখে
সূর্যের মতো মুচকি হেসে
দিন কাটাবো আনন্দ উল্লাসে
মা দুঃখ নিওনা মনে