মাইক্রোসফট বিং-এ যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তার নানা টুল। ডেল-ই টেকনোলজি নামে নতুন এই প্রযুক্তি যুক্ত হয়েছে বিং চ্যাটবটে। বিং ইমেজ ক্রিয়েটর নামে নতুন এই ফিচারটি ডেস্কটপ এজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
যেকোনো টেক্সট প্রম্পটের মাধ্যমে এখন সহজেই ছবি জেনারেট করা যাবে। তাছাড়া প্রতিবারই চারটি ভিন্ন ছবি তাদের দেখানো হবে। এক ব্লগপোস্টে এই নতুন ফিচারের কথা জানানো হয়েছে।
প্রথমে এজের সাইডবারে ‘+’ আইকনে ক্লিক করতে হবে। এটি বাদেও একটি ড্রপ ফিচারও তারা যুক্ত করেছে। মাইক্রোসফট এজই প্রথম ব্রাউজার যা এমন ফিচার চালু করেছে। শীঘ্রই এই ফিচার স্মার্টফোনেও যুক্ত হবে।