মাইক্রোসফটের এজ ব্রাউজারে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ব্যবহারকারীদের যন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া যায়। এজ ব্রাউজারের ১০৯.০.১৫১৮.৬১ সংস্করণের আগের সব সংস্করণ ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে এজ ব্রাউজার ব্যবহারকারীদের জন্য উচ্চ নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজারটি ব্যবহারে সতর্ক করেছে তারা। সাইবার হামলা থেকে রেহাই পেতে ব্যবহারকারীদের সবশেষ সংস্করণের এজ ব্রাউজার ব্যবহারের অনুরোধও করেছে ভারতের সরকারি প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, এজ ব্রাউজারে এ নিরাপত্তা ত্রুটির কথা জানতে পেরে তড়িঘড়ি এজ ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। সংস্করণটিতে নিরাপত্তা ত্রুটি দূর করায় নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া