আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি মোবাইল গেমস অ্যাপ স্টোর তৈরি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী বছরের শুরুর দিকে এই স্টোর উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে মাইক্রোসফট ইতিমধ্যে ভিডিও গেম কোম্পানি অ্যাকটিভিশন ব্লিজার্ড কিনে নিচ্ছে। মাইক্রোসফটের সাড়ে সাত হাজার কোটি (৭৫ বিলিয়ন) ডলারের অ্যাকটিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে মাইক্রোসফটের গেমিং প্রধান ফিল স্পেনসার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) ২০২৪ সালের মার্চে কার্যকর হবে। এই আইন মাইক্রোসফটের মোবাইল অ্যাপ স্টোর তৈরির লক্ষ্য অর্জনে সহায়তা করবে। অ্যাপল ও গুগলকে ডিএমএ অনুরোধ করবে তাদের সিস্টেম উন্মুক্ত করে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফটের অ্যাপ স্টোরকে জায়গা দিতে।
ফিল স্পেনসার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মানুষ খেলতে চায়, এমন যেকোনো পর্দায় আমাদের তৃতীয় পক্ষের অংশীদারদের কাছ থেকে এক্সবক্স ও আধেয় (কনটেন্ট) সরবরাহ করা। আমরা মুঠোফোনে এখন তা করতে পারি না। কিন্তু আমরা এমন একটা বিশ্বের দিকে যেতে চাই, যেখানে সেটা করা সম্ভব হবে। আমরা মনে করি, সামনের দিনে তা হবে।’
যদিও যুক্তরাষ্ট্র, ইউরোপ ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রকেরা অ্যাকটিভিশন ব্লিজার্ডকে মাইক্রোসফটের অধিগ্রহণের ফলে এই বাজারে প্রতিযোগিতায় যে প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে মাইক্রোসফট বর্তমানে এই নিয়ন্ত্রকদের মোকাবিলা করছে।
এই ব্যাপারে ফিল স্পেনসারের অভিমত হলো, মাইক্রোসফটের এই অধিগ্রহণ গেমিংয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে বরং প্রতিযোগিতা বাড়াবে।
সূত্র: লাইভ মিন্ট ডটকম