হাড়কাঁপানো মাঘের শীতে
শিয়াল মামার দারুন গীতে
পেঁচা তোলে সুর,
বাঘ মামা টা সময় গুনে
কখন হবে ভোর!
ভোরের রবি দিলে উকি
সবাই তখন হয় যে সুখী
মুচকি হাসি মুখ,
সবার থেকে যায় যে চলে
হাড় কাঁপানো রোগ।
সূর্যের আলো চলে গেলে
ঘরে ফিরে দলে দলে
আবার খুঁজে ওম,
মাঘের শীতে কাঁপন উঠে
হয়না যে ঠিক ঘুম।