মাইক্রোব্লগিং সাইট টুইটার আগস্টের দ্বিতীয় সপ্তাহে নকশায় আপডেট এনেছিল। এরপর মাইগ্রেইন, মাথাব্যথা ও চোখের ওপর বাড়তি চাপের অভিযোগ উঠেছে ব্যবহারকারীদের পক্ষ থেকে। এবার ওইসব অভিযোগের কারণে ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি।
ব্যবহারকারীদের অভিযোগ, রঙিন বাটন এবং লিংকের বাড়তি উজ্জ্বলতার কারণেই নানা শারীরিক জটিলতার মুখে পড়তে হচ্ছে তাদের। অসন্তোষ আছে নতুন ফন্টের ব্যবহার নিয়েও। এসব অভিযোগের মুখে টুইটার আবারও বাটন কনট্রাস্টসহ ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। বাটন কনট্রাস্টে যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে কালো ফলো বাটন নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সাইটটি। তবে এ ফিচারটির ক্ষেত্রে টুইটার কোনো পরিবর্তন আনবে কি না, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। যে কোনো জনপ্রিয় সাইটে বড় কোনো পরিবর্তন এলে সেটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হবে-এটি একটি প্রত্যাশিত ব্যাপার বলে মন্তব্য করেছে ভার্জ। কিছু দিন পর ব্যবহারকারীদের একটা অংশ হয়তো নতুন পরিবর্তনের সঙ্গে মানিয়েও নিতেন।
তবে প্রযুক্তিনির্ভর জীবনে ব্যবহারকারীদের নিজের পছন্দে কিছু করার সুযোগ যে নেই বললেই চলে-সাম্প্রতিক ঘটনায় এ বিষয়টাই উঠে এসেছে। ওয়েবসাইট বা অ্যাপের ডিজাইন নিয়ে সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠানগুলোর হাতেই থাকে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ জানানো বা মতামত দেওয়ার কোনো উপায় সাধারণত থাকে না।