মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের বোসপাড়ায় অবস্থিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপরিদর্শক শাহজালাল খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওহাব, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু। ৩০ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অন্যষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আগামী ২ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত চলবে নানা কর্মসূচি। সপ্তাব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, ২ তারিখ র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, ওপেন ডে, আলোক সজ্জিতকরন,
৩ তারিখ জুমার নামাযের খুতবায় মাদক সম্পর্কে বয়ান, ৪ তারিখ শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধি আলোচনা ও শপথ বাক্য পাঠ, ৫ তারিখ মাদক বিরোধী সর্টফ্লিম প্রদর্শন,
৬ তারিখ যানবাহন ও পাবলিক প্লেসে মাদক বিরোধী স্টিকার লাগানো, ৭ তারিখ স্টেক হোল্ডারদের নিয়ে সপ্তাব্যাপী আয়োজনের সমাপ্তি।
-নিজস্ব প্রতিনিধি