যশোর জেলার বালিয়াডাঙ্গা বিডিআর ক্যাম্প এলাকা নিবাসী শাজাহান হোসেনের ছেলে মুজিবর রহমান (২৭)নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবক কে টানা ১৭ দিন পর মেহেরপুর জেলা বন্দর গ্রাম থেকে ফিরে পেলো তার পরিবার ।
মঙ্গলবার দুপুরে মুজিবুর রহমান কে নিতে তার বড় ভাই মামুন হোসেন (৩০) সাজ্জাদ হোসেন (৩০) হাসান (৩০) আসে।
স্থানীয়রা জানান, মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন এর তিন নং ওয়ার্ড বন্দর গ্রামে গত সোমবার রাতে ঘুরতে থাকে মুজিবর, তখন তার সাথে কথা বলার চেষ্টা করে গ্রামের অনেক মানুষ। যখন তার পরিচয় চাওয়া হয় তখন তার বড় ভাই মামুন হোসেনের নাম্বর ছাড়া কিছু বলতে পারে না। সেই নাম্বর যোগে ফোন দিলে তার পরিচয় পাওয়া যায়।
বড় ভাই মামুন হোসেন মেহেরপুর প্রতিদিন কে জানান, মুজিবর রহমান একজন মানসিক ভারসাম্যহীন রুগী। মাঝে মধ্যেই হারিয়ে যায়। ১৭ দিন আগে বাড়ি থেকে তাকে আর পাওয়া যাচ্ছিলো না এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি পোষ্ট করেছিলাম। আজ মেহেরপুর বাসির কাছে আমার পরিবার ক্রিতোগ্যতা থাকবে যে আমার ভাই কে আপনার খুজে পেতে সাহায্য করেছেন।