ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা বাসীদের করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষায় সচেতন করতে বিভিন্ন গ্রামের বাজারে বাজারে, পথে পথে , ঘুরে ফিরছেন উপজেলা সহকারী (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
গত বুধবার দিনভর তিনি কালীশংকরপূর বাজার,ভবিতপূর বাজার,জটারখাল বাজার,জোড়াদাহ বাজার,সাতব্রীজ বাজার সহ বিভিন্ন গ্রামের আরও বেশকয়টি বাজারে ঘুরে ঘুরে ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে হলে মাস্ক পরিধান করাসহ, সাবান দিয়ে হাত ধোয়া,সামাজিক দুরত্ব বজায় রাখাতে উপস্থিত জনসাধারণকে সচেতন করছেন তিনি।
এসময় মাস্ক বিতরণ করার পাশাপাশি মাস্ক পরিধান না করার অপরাধে দুইটি মামলায় অর্থদন্ড প্রদান করেন।
একই দিনে তিনি উপজেলার কালীশঙ্করপূর ও ভবিতপূর গ্রামে কৃষি জমির উর্ব্বরতা,শ্রেণী রক্ষায়,জমি খননকরে মাটি স্থানান্তরিত করা ঠেকাতে অভিযান পরিচালনা করেন এ সময় কাউকে সরেজমিনে পাওয়া না যাওয়ায় মাটি কেটে তালা ড্রেজার মেশিনের ব্যাটারী ঘটনাস্থলেই ধ্বংস করেন।
একই সময়ে তিনি এলাকাবাসীকে কৃষিজমি নষ্ট করে, খনন করলে জমির উর্ব্বরতা হারানোর পাশাপাশি কৃষি জমির পরিমান কমতে থাকে জানিয়ে জমি খনন করে মাটি স্থানান্তরিত করা থেকে বিরত থাকতে আহব্বান জানান।