মার্চ কথাটা শুনেই পরান
উথাল-পাতাল করে,
এই মাসেতে ঢের ঘটনা
স্মৃতির পটে ঝরে।
সতেরো মার্চ বঙ্গবন্ধুর
জন্ম ধরার বুকে,
জীবনখানী দেয় বিলিয়ে
দেশজনতার সুখে।
ঐতিহাসিক মার্চের ভাষণ
তারিখ ছিল সাত,
বীর বাঙালি করলো শপথ
রেখে হাতে হাত।
‘অপারেশন সার্চ লাইট’টা
পঁচিশে রাত ছিলো,
পাকবাহিনী বাঙালিদের
প্রাণ ছিনিয়ে নিলো।
ছাব্বিশে মার্চ বেতার কেন্দ্রে
স্বাধীনতার দাবী,
জনমনে খুলে গেল
শঙ্কা জনক চাবি।