বাজল বাঁশি সবার প্রাণে বিজয়ের সুর মাখা,
যুদ্ধ জয়ে উড়ায় নিশান বাংলারই পতাকা।
বুকের তাজা রক্ত ঢেলে যুদ্ধে সোনার ছেলে,
কিশোর বয়স পার করল নাহি হেসে খেলে।
বাংলা মায়ের জন্য তারা জীবন করল দান,
ভাই হারাল কত যে বোন হারায় মা সন্তান।
খেলার বয়স হয় না খেলা মায়ের অশ্রু ঝরে,
আমার খোকা যুদ্ধে গিয়ে আর এলো না ঘরে।
উদাস মনে পথের পানেচেয়ে আছেন মাতা,
ধর্ষিতা বোন বাঙালিদের ইতিহাসের পাতা।
লাল-সবুজের বিজয় নিশান বাংলা আনে জিতে,
হায়েনা দল পালায় শেষে জয়ের বিপরীতে।