এনজিও বিষয়ক ব্যুরোর সাবেক মহাপরিচালক ও অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাশেদুল ইসলাম বলেন, মিথ্যামুক্ত সমাজ গঠণ করে সকল খারাপ কাজ দুরিভূত করতে হবে।তাই মিথ্যামুক্ত সমাজ গঠণে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
ভাল কাজের মধ্যে কোনো সীমা নেই। সমাজে অনেক ভাল কাজ আছে। ধর্ম ও কর্মের মধ্যে দুরত্ব কমাতে হবে। তাহলেই মিথ্যামুক্ত সমাজ গঠণ হবে।
এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি ও সত্য অনুশীলন প্রতিযোগীতা -২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে পরিকল্পকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজ শনিবার (৫ নভেম্বর) বেলা ১১ টার সময় মেহেরপুর শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সমাজ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা ব্যবস্থাপক ও সাহিত্যিক ড. সাঈফ ফাতেউর রহমান, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রনী খাতুন, মেহেরপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন প্রমুখ।
অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডশেনের আয়োজনে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ৮০ টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে “লকডাউনে আমার মা” নামক একটি বই পড়তে দেওয়া হয়। বইটি থেকে তারা পরীক্ষায় অংশ নেয়। বই পড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতেও বই তুলে দেওয়া হয়। বই পড়া প্রতিযোগীতা মেহেরপুর জেলাকে পাইলট প্রকল্প হিসেবে নিয়ে এটি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান আয়োজকদের পক্ষ থেকে।
অংশগ্রহণকারীদের ক্রেষ্ট, সার্টিফিকেট, বই ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়েছে।