নষ্ট জীবনের কষ্ট আর সইব কত!
ব্যর্থ জীবনের আখ্যান আর কইব কত!
যা চাইলাম সারাজীবন পেলাম কই
এক নদী দুঃখ নিয়ে পাড়ে বসে রই।
জীবনের সূর্য পশ্চিমেতে পড়ছে ঢলে
তবুও তুমি এলে না, আসবে বলে।
জীবনে চলার পথে বাঁকে বাঁকে
কত স্মৃতি অনাদরে পড়ে থাকে।
কত চাওয়া অপূর্ণ রয়েই যায়
জীবন জীবনের নিয়মে বয়েই যায়।
অগ্নিশিখায় পাগলপ্রায় পতঙ্গের মতো
লাফালাম না-ভেবে সাত-পাঁচ অবিরত
তোমায় পাবার আশায় মাতাল দেহ-মন
পুড়ে অঙ্গার হলো সোনার জীবন।
সোনালি দিনের সোনালি স্বপ্ন যত
রাগ-অভিমান প্রেম-ভালোবাসা কত!
বড্ড বেশি মনে পড়ে বেলাশেষে
আরও বেশি আপন হয়ে কাছে আসে।
শেষবারের মতো আঁখি বুজার আগে
তোমার মুখটা দেখতে বড়ো সাধ জাগে!