মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন।
এই নিষেধাজ্ঞার আওতায় সামরিক নেতারা ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যবসাও রয়েছে বলে জানানো হয়েছে। খবর বিবিসি বাংলার।
মিয়ানমারের রাজধানী নেপিডোতে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় এক নারী মাথায় গুলি লাগার পর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময়ে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
এই পদক্ষেপের আওতায় যুক্তরাষ্ট্রের এক বিলিয়ন তহবিলও বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সেনা সরকারের জন্য। এতে আরও চাপ বাড়লো বর্তমান সেনা শাতিস মিয়ানমার সরকারের উপর।