কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচনে উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা, জাতীয় ক্রীড়াবিদ মর্জিনা খাতুন।
ইতিমধ্যেই উপজেলার প্রতিটি ইউনিয়ন পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা ও ব্যাপক গণসংযোগ করছেন এ নারীনেত্রী।
আজ রবিবার দিনব্যাপী মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং হাস মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। একই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।
একই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকার ফারুক হোসেন বলেন, মিরপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয় মর্জিনা খাতুন একজন কৃতি ক্রীড়াবিদ হিসেবে দেশের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি শুধু ক্রীড়াবিদই নন, আওয়ামী লীগের দুঃসময়ে দলকে সুসংগঠিত করা, মানবাধিকার কর্মী হিসেবে বিপদে-আপদে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করাসহ নারী সমাজের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। এ কারনে মিরপুুর উপজেলাবাসীর নিকট তিনি অত্যন্ত পরিচিত মুখ।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মর্জিনা খাতুন বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের (ভোটারদের) সহযোগিতা চাই।