আফগানিস্তানের বিপক্ষে বুধবার ২১৬ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৪৫ রান করতেই ৬টি উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চাশের গণ্ডি পেরোনোর আগেই যখন ৬টি উইকেট চলে যায় তখন সকলে এক বাক্যে বলেছিল আফগানদের বিপক্ষে লজ্জা গড়তে যাচ্ছে বাংলাদেশ।
এমনকি ম্যাচ শেষে দলীয় অধিনায়ক তামিম ইকবালও বলেছেন ৬ উইকেট পড়ার পর তিনি জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সপ্তম উইকেটে ১৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। তারা যে এমন কীর্তি গড়ে বাংলাদেশকে জয় এনে দেবেন তা ভাবেননি কেউই।
তবে বৃহস্পতিবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, তিনি জানতেন মিরাজ ও আফিফ মিলে এমন কিছু একটা করে দেখাবেন।
এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, এখন বললে হয়ত বিশ্বাস করবেন না, কিন্তু মিরাজ যখন ব্যাট করতে যায় তখন আমি দলের অ্যানালিস্ট শ্রিনিবাস চন্দ্রশেখরন বলছিলাম যে, ওরা দুজন ১৫০ রানের জুটি গড়বে। এরপর তাসকিন-শরিফুলের সামনে ১৫ রান থাকবে।
ডমিঙ্গো জানিয়েছেন, মিরাজের সাম্প্রতিক পারফরমেন্সের ওপর ভিত্তি করেই তার আত্মবিশ্বাস ছিল সে ও আফিফ মিলে ভালো কিছু করবে।
এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, বর্তমানে মিরাজের ব্যাটিংয়ের ওপর অনেক আস্থা রয়েছে। তার টেস্ট সেঞ্চুরি আছে। নিউজিল্যান্ড সফর এবং বিপিএলেও ভালো ব্যাট করেছে। এটা বিশ্বাস করা কঠিন, তবে তখনও আমার বিশ্বাস ছিল যে জিততে পারব। কারণ উইকেট ভালো ছিল, রান রেটও আমাদের হাতে ছিল।