১৯৭১ সালে ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস পালন উপলক্ষে আনন্দ র্যালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেপুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে দিবসটি পালন করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে সকাল নয়টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গেট থেকে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়।
সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউপি সদস্য সোহরাবউদ্দিন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বল্টু, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাত আলী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আরিফ সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।
পরে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণের তাৎপর্য গুরুত্ব তুলে ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।