এসএসসি ৯৭ ব্যাচের রজতজয়ন্তীতে আনন্দ র্যালি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষকদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর মুজিবনগর হাই স্কুলের বন্ধুদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে ডিসেম্বর শনিবার মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে জেলা পরিষদ ডাক বাংলো সূর্যোদয়ের সামনে জাঁকজমকপূর্ণভাবে ৯৭ ব্যাচের রজতজয়ন্তী ও মিলন মেলা উদযাপন করা হয়।
সকাল সাড়ে নয়টায় রজতজয়ন্তী উদযাপনের শুরুতে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়।
সেখানে মুজিবনগর হাই স্কুল ৯৭ ব্যাচের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের যে সকল বীর শাহাদত বরণ করেছেন সেই সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
র্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ৯৭ ব্যাচ মুজিবনগর হাই স্কুল এর কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমান (শের খান), সহ-সভাপতি মোখলেসুর রহমান মুকুল খালেদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান গাজী মঞ্জুরুল ইসলাম রাজা, কোষাধক্ষ ওবায়দুর রহমান, গোলাম মোস্তফা সাহেব। উপস্হিত ছিলেন, চঞ্চল, আব্দুর রশিদ আব্দুস সালাম মিলন, মমতাজসহ মুজিবনগর হাইস্কুলের এসএসসি ৯৭ ব্যাচের শতাধিক বন্ধু বান্ধবী।
পুষ্পস্তবক অর্পণ শেষে বন্ধু হাসান মুস্তাফিজুর রহমান শের খান ও মাহফুজা সীমার সঞ্চালনায় এবং কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলামের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের মূলপর্ব। মূল পর্বে শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং বন্ধু বান্ধবীদের নতুন করে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় দুপুরে খাওয়া-দাওয়া শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সবশেষে সকল বন্ধুদের উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে এবং আগামীতে বন্ধু মিলন মেলা আরও সুন্দর ও প্রাণবন্ত করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় বন্ধু ৯৭ ব্যাচের বন্ধু মিলনমেলার রজতজয়ন্তী উদযাপন।