মুজিবনগরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার সোনাপুর মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আজিমদ্দীনে জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। এ সময় তারা মুজিবনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ হেফাজতে নেয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলীম এর উদ্ধৃতি দিয়ে সেকেন্ড অফিসার এসআই উত্তম কুমার জানান, স্থানীয়দের মারফতে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে যাই এবং লাশ হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে মৃত ব্যাক্তির বয়স ৩০/৩৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কোন আলামত পাওয়া যায়নি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ সময় স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসা বাদ করেও লাশের পরিচয় উদ্ধার করা যায়নি। তবে তার পোশাক পরিচ্ছদ ও চেহেরা দেখে ধারণা করা হচ্ছে যে মৃত ব্যক্তি ইন্ডিয়া থেকে এসেছে এবয মানসিক ভারসাম্য হীন বা পাগল হতে পারে।
মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মুজিবনগর থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ পোস্টমর্টেম এর জন্য প্রেরণ করার প্রস্তুতি চলছে।